Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Welcome Note

Welcome! This is the web portal of Civil Surgeon Office, Rajbari. We are tirelessly working for the development of healthcare of the people of Rajbari district. The aim of this portal is to provide healthcare related information, to present the overall health related scenario of the district and to establish an effective communication with the people. We are eagerly expecting your valuable advice and opinion to go further ahead.


Title
Advocacy Meeting On Nipah Virus Awareness
Details
নিপাহ ভাইরাস জনিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে  রাজবাড়ী জেলার পৌর মিলনায়তনে "Advocacy Workshop to increase Community awareness and Community mobilization on Nipah virus infection in Bangladesh" শীর্ষক এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা নিপাহ ভাইরাসের ভয়াবহতা, সংক্রমণের মাধ্যম ও নিপাহ ভাইরাস প্রতিরোধ নিয়ে আলোচনা করেন এবং কাঁচা খেজুর রস না খাওয়া, অর্ধ খাওয়া ফল না খাওয়া ও বিক্রি না করার উপর জোর দেন।  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক); বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ); জনাব ডা. এস. এম. এ. হান্নান , তত্ত্বাবধায়ক ,জেলা সদর হাসপাতাল,রাজবাড়ী; জনাব মো: আলমগীর শেখ তিতু, মেয়র,রাজবাড়ী পৌরসভা; এছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউনিসেফ প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রিন্ট ও ইলকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, গাছি গণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন,সিভিল সার্জন,রাজবাড়ী।







Attachments
Publish Date
30/01/2024
Archieve Date
31/12/2030