সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ীর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। রাজবাড়ী জেলার জনগনের স্বাস্থ্যসেবার উন্নয়নে সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে, জেলার স্বাস্থ্য বিভাগের সার্বিকচিত্র তুলে ধরতে, এবং জনগনের সাথে আরো ফলপ্রসুভাবে যোগাযোগ করাই এই পোর্টালের উদ্দেশ্য। আপনাদের মূল্যবান যেকোনো কোন পরামর্শ, ও মতামত আমাদের কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।
দেশব্যাপি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক হাসপাতালের বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে রাজবাড়ী জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান কার্যক্রমে রাজবাড়ী জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মোহাম্মাদ ইব্রাহিম টিটন মহোদয়ের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বালিয়াকান্দি, রাজবাড়ী; ডা. আব্দুল গাফফার, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, রাজবাড়ী; মোঃ আক্কাস আলী মন্ডল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব, সঞ্জয় কুমার সরকার , সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা। অভিযানকালে বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার,ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারী নিয়মকানুন মেনে প্রতিষ্ঠান পরিচালনা করতে ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় না করতে নির্দেশনা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস