সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ীর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। রাজবাড়ী জেলার জনগনের স্বাস্থ্যসেবার উন্নয়নে সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে, জেলার স্বাস্থ্য বিভাগের সার্বিকচিত্র তুলে ধরতে, এবং জনগনের সাথে আরো ফলপ্রসুভাবে যোগাযোগ করাই এই পোর্টালের উদ্দেশ্য। আপনাদের মূল্যবান যেকোনো কোন পরামর্শ, ও মতামত আমাদের কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।
“স্মার্ট বাংলাদেশ বিনির্মানে
খাবার খাবো পুষ্টি গুণে"
এই প্রতিপাদ্য নিয়ে ০৯ মে-১৫ মে দেশব্যাপী উদযাপিত হল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪। পুষ্টি বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় কর্তৃক গৃহীত সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার , এতিমখানায় পুষ্টিকর খাবার আয়োজন, মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে আগত রোগী ও রোগীর স্বজনদের পুষ্টি কাউন্সেলিং, প্রবীণ পুষ্টি বিষয়ক আলোচনা সভা, স্কুলে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত কার্যক্রমের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান , জেলা প্রশাসক , রাজবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জি এম আবুল কালাম আজাদ, পিপিএম , পুলিশ সুপার, রাজবাড়ী। অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সিভিল সার্জন, রাজবাড়ী জেলা পর্যায়ে খাদ্য উৎপাদন , সংরক্ষণ, পরিবহন ও বিপণনে খাদ্যের পুষ্টিগুণ সুরক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম যথাযথ সমন্বয়ের মাধ্যমে স্থানীয় জনগণের পুষ্টিস্তর উন্নয়ন এর উপর গুরুত্ব আরোপ করেন এবং পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস