সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ীর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম। রাজবাড়ী জেলার জনগনের স্বাস্থ্যসেবার উন্নয়নে সিভিল সার্জনের কার্যালয়, রাজবাড়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে, জেলার স্বাস্থ্য বিভাগের সার্বিকচিত্র তুলে ধরতে, এবং জনগনের সাথে আরো ফলপ্রসুভাবে যোগাযোগ করাই এই পোর্টালের উদ্দেশ্য। আপনাদের মূল্যবান যেকোনো কোন পরামর্শ, ও মতামত আমাদের কাজকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে।
রাজবাড়ী জেলার ১ লক্ষ ৮৫ হাজার শিশুকে কৃমি নিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর লক্ষ্যকে সামনে রেখে ১৯ মার্চ-২০২৩ হতে সপ্তাহ ব্যাপী পালিত হচ্ছে ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু কায়সার খান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী। বিশেষ অতিথি জনাব ইকবাল হোসেন, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ; জনাব মোঃ হাবিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রাজবাড়ী সহ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস